• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদা তোলা নিয়ে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

  অধিকার ডেস্ক    ১০ মার্চ ২০১৯, ০৩:২৩

হিজড়া
হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হিজড়া ( ছবি : সংগৃহীত )

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধায় মিরপুরে ও রাত ১০ টায় সোহরাওয়ার্দী হাসপাতলের সামনে এ ঘটনা ঘটে।

মিরপুরের শেরে-ই-বাংলা এলাকার হিজড়াদের মধ্যে সোনালী গ্রুপ চাঁদা আদায় করতে যায়। এ সময় ২০-২৫টি পর্দা নিয়ে পালানোর সময় সোনালীকে আটক করে জনগন। পরে ঘটনাটি মিরপুর গ্রুপের রাখি সর্দারকে জানানো হলে অভিযোগ নিয়ে থানায় যায় রাখি। পরে মিরপুর মডেল থানার সামনে রাখি ও সোনালী গ্রুপের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয়পক্ষের লোক সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে হাসপাতালের নিচতলায় দু গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে দুই গ্রুপেরই ১৫ জন আহত হয়। পরে শের-ই-বাংলানগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় সোনালী গ্রুপের লোকজনকে। আর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেয় রাখি গ্রুপের লোকজন।

এ বিষয়ে সরদার রাখি হিজড়া জানায়, আমরা ডিআইজি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উত্তরণ ফাউন্ডেশনে কাজ করি। সোনালী গ্রুপের লোকজন আমার এলাকায় এসে জানালার পর্দা নিয়ে পালানোর সময় জনগণ তাদের আটক করে। আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সোনালীকে নিয়ে থানায় আসি। পরে এক পর্যায়ে সোনালী গ্রুপের লোকজন আমার গ্রুপের লোকজনের উপর হামলা চালায়।

অন্যদিকে সোনালী গ্রুপের পলাশী হিজড়া জানায়, আমাদের সরদার সোনালীকে রাখি হিজড়া কিডনাপ করে। পরে আমরা তাকে উদ্ধার করতে আসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড