• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ভেন্যুতে বক্তৃতা করবেন অরুন্ধতী রায়

  অধিকার ডেস্ক    ০৫ মার্চ ২০১৯, ১৫:৪২

অরুন্ধতী রায়
বুকারজয়ী লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় (ছবি : সংগৃহীত)

বুকারজয়ী লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের অনুষ্ঠানের জন্য নতুন ভেন্যু ঠিক করেছেন আয়োজকরা।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ‘ছবিমেলা’র ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ১৬ নম্বর (পুরোনো রোড নম্বর-২৭) রোডের ৫ নম্বর বাড়িতে (মাইডাস সেন্টারের ১১তম তলা) বক্তৃতা করবেন অরুন্ধতী রায়।

এর আগে অনিবার্য কারণ দেখিয়ে রাজধানীতে বুকার পুরস্কার জয়ী ভারতীয় লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করে পুলিশ।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘ছবিমেলা’র সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম।

মঙ্গলবার (৫ মার্চ) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ওই আলোচনা সভায় বক্তব্য রাখার কথা ছিল তার।

জানা গেছে, এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকা এসেছেন বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল তার। এতে অংশ নিতে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধনও চালু করেছিলেন আয়োজকরা।

এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল গণমাধ্যমকে জানান, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউটে ছবি মেলা উৎসবের ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনা সভা বাতিল করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে কৃষিবিদ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তা বাতিল করে। এর বেশি কিছু আপনাকে বলতে পারছি না।’

প্রসঙ্গত ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছে ‘ছবি মেলা’ আয়োজিত চিত্র প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ২১টি দেশের ৪৪ জন শিল্পীর ৩৩টি ছবি প্রদশিত হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয় বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে আটটি কর্মশালা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।

এশিয়ার আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকা আসেন বুকার পুরস্কারবিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড