• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুরে জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে, ক্ষতির পরিমাণ অজানা এখনও (ভিডিও)

  অধিকার ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭

অগ্নিকাণ্ড
মিরপুরে জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে (ছবি: প্রতীকী)

মিরপুরের ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে আরও ১৩টি ইউনিট যোগদান করে।

ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তিতে প্রায় এক লাখের মতো বাসিন্দা থাকে বলে স্থানীয় ‍সূত্রে জানা যায়।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভাষানটেক থানার উপ প‌রিদর্শক আবু জাফর তালুকদার মা‌নিক।

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের বেশিরভাগেরই রাজধানীতে আর কোনও আবাস নেই। তাদের অনেকেই গ্রামে চলে যাবেন বলে জানা গেছে।

এদিকে এই অগ্নিকাণ্ডের একই দিন রাতে কেরানীগঞ্জের নরুন্দি এলাকায় বিদ্যুতের একটি সাব-স্টেশনেও আগুন লাগার ঘটনা ঘটেছে।

দেখুন মিরপুরের ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুনের ভয়াবহতার চিত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড