• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজের বিক্ষোভ

  অধিকার ডেস্ক    ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

ঢাকা কলেজ
রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : সংগৃহীত)

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিকাশ, ভিআইপি, মিরপুর লিংক, উইনারসহ ২৭টি বাস আটকে রাখে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হাফ ভাড়া না নেয়া বাসগুলোকে ক্যাম্পাসের সামনে আটকিয়ে বিক্ষোভ করেন ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউমার্কেট থানা পুলিশের হস্তক্ষেপে বাসের মালিকপক্ষের সঙ্গে শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের আলোচনা চলছে।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন মাহী গণমাধ্যমকে জানান, এই রুটের বেশিরভাগ বাস শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। ফলে শিক্ষার্থীরা বিকাশ, ভিআইপিসহ ২০টির বেশি বাস আটকে রেখেছে। আমরাও শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

নিউমার্কেট থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। তাদের হাফ ভাড়ার দাবির বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড