• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাকের রড কপালে ঢুকে এএসআই নিহত

  অধিকার ডেস্ক    ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০

নিহত
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত (ছবি: সংগৃহীত)

রাজধানীর আশুলিয়ায় রডবাহী ট্রাকের সাথে পুলিশ ভ্যানের ধাক্কায় জসিমউদ্দিন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ ভ্যানের চালকসহ তিন পুলিশ সদস্য।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিমদ্দিন মাদারীপুর সদর থানার গ্রামবন্দী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোকছেদ চাপরাশি। তিনি ২০১৭ সালে আশুলিয়া থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে যোগদান করেন।

আহতরা হলেন- অনিক, নাজমুল, চালক দুলাল তালুকদার। তারা সকলেই একই থানায় কর্মরত।

ঘটনার বিষয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মরাগাঙ এলাকায় টহল দায়িত্ব পালন শেষে প্রিজন ভ্যানে করে আশুলিয়া থানায় ফিরছিলেন এএসআই জসিম উদ্দিনসহ বাকি তিন সদস্য। এ সময় প্রিজন ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংহপুর এলাকায় দাঁড়িয়ে থাকা রডবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকে থাকা রড গাড়ির সামনের সিটে বসা এএসআই জসিমের কপালে ঢুকে যায়। ঘটনাস্থলে থাকা অন্য তিন পুলিশ সদস্য এ ঘটনায় আহত হন। তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, নিহত এএসআই জসিমের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় রডবাহী ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড