• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চকবাজারে ফের আগুন আতঙ্ক, আহত ৭

  অধিকার ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

চকবাজারে আগ্নিকাণ্ড
ছবি : প্রতীকী

রাজধানীর চকবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনদিন পর নতুন করে বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আতঙ্কে মসজিদ থেকে বের হতে গিয়ে সাতজন আহত হয়েছেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করে কর্তৃপক্ষ। এ সময় বিভিন্ন জায়গায় আগুনের ফুলকি দেখে এলাকার মসজিদে থাকা মুসল্লীরা আতঙ্কে বেরিয়ে পড়েন। এ সময় সাতজন আহত হন।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। একটি ভবনের বাসিন্দা বলেন, ‘বিদ্যুৎ সংযোগ না দেয়া পর্যন্ত আমরা বাসায় ফিরবেন না। দিনের আলোতে চেষ্টা না করে অন্ধকারে কেন বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে ওয়াহিদ ম্যানশনের ভবনে বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৮১ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন। আগুন লাগার পরপরই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ক্ষতিগ্রস্ত ভবগুলোর বাসিন্দারা এখনও ফিরতে শুরু করেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড