• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর-সম্পাদক ফয়েজুল্লাহ 

  নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৩
তানভির- ফয়জুল্লা
সভাপতি - সাধারণ সম্পাদক

ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন) সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ফয়েজুল্লাহ ভূঁঞা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আমানুর রহমান (নয়াদিগন্ত) ও জিল্লুর রহিম আজাদ (কালবেলা), যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ( সংগ্রাম), কোষাধ্যক্ষ এহ্সান জুয়েল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক হোসাইন তারেক (এনটিভি), দফতর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মীম মাহমুদ), বিনোদন সম্পাদক শহীদুল আলম ইমরান (মোহনা টিভি)।

এছাড়া নির্বাহী কমিটির সদস্যরা হলেন- সোহেল হায়দার চৌধুরী (দৈনিক ডেসটিনি), সেলিম জাহিদ (প্রথম আলো), ইমামুদ্দীন হান্নান (যুগান্তর), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ), ইলিয়াস মাহমুদ (জনকন্ঠ) ও সাজেদা সুইটি (এটিএন নিউজ)।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য কামাল উদ্দিন সবুজ, কমিশনার ছিলেন মোতাহের হোসেন মাসুম।

এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি রফিক, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম.আবদুল্লাহ, সংগঠনের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক সেলিম জাহিদ প্রমুখ।

সভা পরিচালনা করেন- যুগ্ম সম্পাদক ফয়েজুল্লাহ ভূঞা।

সভায় ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র প্রতিষ্ঠাকালীন থেকে সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাবেক চার নেতা এম. আব্দুল্লাহ, ইকরামুল হক, মোতাহের হোসেন মাসুম ও লোটন একরামকে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী।

ওডি/ এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড