• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাময়িক বিঘ্নতার পর ঢাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক

  অধিকার ডেস্ক    ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১

গ্যাস সরবরাহ
ছবি : প্রতীকী

আশুলিয়ার গ্যাস স্টেশনে পাইপলাইন ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। আংশিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর ঢাকা এবং এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ উত্তর)-এর ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সরবরাহ আবার শুরু হয়।'

তিনি আরও বলেন, পাইপলাইন মেরামত শেষে রোববার সকাল থেকেই গ্যাস সরবরাহের কাজ শুরু হয়েছে। দুপুর নাগাদ সব এলাকায় গ্যাস সরবরাহ করা হবে। মেরামত কাজের প্রস্তুতি নিয়ে দেরি হয়ে যাওয়ায় আমরা গ্রাহকদের আগে জানাতে পারেনি। আমরা তাদেরকে জানিয়েছি শনিবার সকালে।

পরে, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার খবর টেলিভিশন সংবাদ এবং খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের তা জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড