• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

আগুন
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন। (ছবি : সংগৃহীত)

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে আগুনের সূত্রপাতের কাছের ওয়ার্ডগুলো থেকে রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. জোবায়ের মাহমুদ বলেন, 'তৃতীয় তলার পেডিয়াট্রিক্স ও গাইনি বিভাগের স্টোররুম থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। ভারী কালো ধোয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল আঙিনা। সঙ্গে সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে পড়ে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ।'

ঘটনার সত্যতা স্বীকার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড