• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

  নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি (ছবি : অধিকার)

গভীর রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। পেছন দিক থেকে একটি গাড়ি সেটিকে ধাক্কা দিয়ে নম্বর প্লেট রেখে পালিয়ে যায়।

গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ পাঁচজন ছিলেন। তবে এতে কেউ আহত হয়নি।

দুর্ঘটনার পর একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানান, তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি গাড়ি বনানীর দিকে পালিয়ে যায়। এ সময় সেই গাড়িটি তার নম্বর প্লেটটিও ফেলে চলে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী আল-শাহরীয়ারের পক্ষ থেকে রাজধানীর খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং- ৫০২।

ভুক্তভোগী আল-শাহরীয়ার দৈনিক অধিকারকে বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে আমি রাজধানীর কাওলা স্টেশন থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলাম এ সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আমার পেছন দিক থেকে একটি গাড়ি এসে আমার প্রাইভেটকারটিকে আঘাত করে। এতে আমার প্রাইভেটকারের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এর আগে গেল ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়।

আগামী জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তখন এর পুরো সুফল পাবে নগরবাসী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড