• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তীব্র গরমে হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে জনজীবন

  নিজস্ব প্রতিবেদক

০৮ জুন ২০২৩, ১১:২৪
তীব্র গরমে হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে জনজীবন
তীব্র গরমে রাজধানীতে হালকা বৃষ্টি (ছবি : সংগৃহীত)

বেশ অনেকদিন পর বৃষ্টিতে ভিজল নগরী। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে রাজধানীসহ আশপাশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। এতে অবশ্য কিছুটা হলেও খুব একটা স্বস্তি মেলেনি গরম থেকে। রাজধানীর আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়ে গেছে অস্বস্তি।

কিছুদিন ধরেই রাজধানীসহ প্রায় সারাদেশেই বইছে তাপপ্রবাহ। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ সারাদেশের মানুষ। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

গতকাল বুধবার (৭ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঢাকায়ও বৃষ্টি হবে বলে জানিয়েছিল সংস্থাটি। বুধবার ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। এদিন রাজধানীর উত্তর অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

যদিও আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সকালের দিকে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তানসহ বিভিন্ন অংশে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড