• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুলিস্তানে বিস্ফোরণ

ফায়ার সার্ভিসের পর অভিযান চালাচ্ছে রাজউক

  নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৩, ১৩:০৮
ফায়ার সার্ভিসের পর অভিযান চালাচ্ছে রাজউক
উদ্ধার অভিযান চলছে (ছবি : সংগৃহীত)

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণ সংগঠিত হওয়া ভবনটিতে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। যদিও ঘটনাস্থলে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রোপিংয়ের কাজে করছে।

ভবনের ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেওয়া হয়েছে। ভবনটির সামনের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে ওই পাইপগুলো স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার (১০ মার্চ) সকালে ঘটনাস্থলের সরেজমিনে এ চিত্র দেখা যায়।

সিদ্দিক বাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, ভবনটিতে রাজউকের প্রোপিংয়ের কাজ সকাল থেকেই চলছে। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সে জন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস ও র্যাবের টিমও সতর্ক অবস্থায় রয়েছে।

ভবনটির সর্বশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মণ্ডল বলেন, আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিং এর পর আমরা সার্ভে করব ভবনটি রেকটুফেটিং করা যায় কিনা। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে।

ভবনের সামনের রাস্তা খুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা প্রোপিংয়ের পর দেখব ভবনটি কতটুকু স্টেবল হয়েছে। এছাড়া আরও দেখব ভবনটি কতটুকু কম্পন সহ্য করতে পারছে। এসব বিষয়ে ক্ষতিয়ে দেখে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

এ দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ পরিচালক দিনমণি শর্মা সাংবাদিকদের বলেন, আমাদের কোনো উদ্ধার কাজ এখন ঘটনাস্থলে চলছে না। তবে আমরা ঘটনাস্থলে আছি, যেকোনো জরুরি প্রয়োজনে রেসপন্স করব। এছাড়া নিখোঁজ কেউ আছেন বলেও আমাদের কাছে কেউ এসে দাবি করেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড