নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে সড়ক পার হওয়ার সময় বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে মহাখালী ফ্লাইওভারের ঢালের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
নিহত পুলিশ সদস্য এএসআই আব্দুল আজিজ মোল্লা থাকতেন উত্তরার আবদুল্লাহপুর এলাকায়। ঢাকার মহাখালী ট্রাফিক বক্সে তিনি দায়িত্বরত ছিলেন।
পরিদর্শক সালাউদ্দিন বলেন, আজিজ রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কাকলীর দিকে যাওয়া বাসটি আজিজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আজিজকে প্রথমে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর সেখানে দায়িত্বরত চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করেন।
বিকাশ পরিবহনের বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করে পরে চালক মো. সুজন আলীকে (৪৪) আবদুল্লাহপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
এএসআই আব্দুল আজিজ মোল্লার বাড়ি জয়পুরহাটে। মৃত্যুকালে তিনি তিন ছেলে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকায় জানাজা শেষে আজিজের মৃতদেহ গ্রামে বাড়ি পাঠানো হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড