নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারির নাম মো. রাকিব। বৃহস্পতিবার (১২ মে) দিনগত রাতে কামরাঙ্গীরচর থানার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি মোস্তাফিজুর জানান, রসুলপুর এলাকার ৮ নম্বর গলির সামনে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে তিনি ইয়াবা বিক্রি করছিলেন। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
রাকিবের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড