নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে এক যাত্রী ও বংশালে এক গাড়িচালকসহ দুজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। এ সময় অজ্ঞান পার্টি তাদের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে গেছে।
বুধবার (১১ মে) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে অচেতন অবস্থায় গাড়িচালক আব্দুল মালেক (৫৬) ও বাসযাত্রী মো. বাবুল মিয়া (৩০) কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, বংশালের সিটি প্লাজার সামনে থেকে অচেতন অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করা হয়েছে। এরপর তাকে স্টোমাক ওয়াশ দিয়ে ঢাকা মেডিক্যালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে বাবুল মিয়ার মামা সুমন বলেন, আমার ভাগ্নে কেনাকাটা করার জন্য মোহাম্মদপুর থেকে গুলিস্তানের একটি বাসে উঠে। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে কিছু শুকিয়ে টাকা, মোবাইলসহ সঙ্গে থাকা সব কিছু নিয়ে গেছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
বাবুল চাঁদপুর জেলার আলী আকবরের ছেলে। তিনি উত্তর বাড্ডা তার ভাই রাসেলের বাসায় থাকেন।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড