নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
সোমবার (৯ মে) দিনগত রাতে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে মো. মুঞ্জু সিকদার ও মো. ইছা মাতাব্বর নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওয়ারী বিভাগের পরিদর্শক শাহাবুদ্দীন আজাদ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ মুঞ্জু ও ইছাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতাররা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের নামে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড