লাইফস্টাইল ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. মাহাবুব ওরফে রুবেল ও মো. কাউছার।
মঙ্গলবার (১০ মে) দুপুরে ডিএমপির গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৯ মে) রাতে গোলাপবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে মাহাবুব ও কাউছার নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড