নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম উজির আহমেদ (৫৫)। এতে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।
সোমবার (৯ মে) সকালে কলাবাগান মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে আব্দুল মজিদ বলেন, আমার বাবা তার ছোট নাতি তানজিনকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনে একটি অপেক্ষমান অটোরিকশাতে উঠতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাভার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উজির আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। কলাবাগান স্টাফ কোয়ার্টার ৮ নং বিল্ডিংয়ে সপরিবারে থাকতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্প (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানায় জানানো হয়েছে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড