নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ সড়কে ইটবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে আশিকুল্লাহ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শনিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মজুমদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন আহত হন। আহত লেগুনা যাত্রীদের উদ্ধার করে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
নিহত যুবকের বাসা হাজারীবাগ এলাকায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও লেগুনাটি দুমড়েমুচড়ে গেছে বলে জানান এসআই লিটন মজুমদার।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড