নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেফতারকৃতরা হলেন- জাবেদ উদ্দীন (৩৫), আব্দুল কুদ্দুস (৩০), আমিন উল্লাহ (৫২), টিটু হোসেন (৪৫) ও শিল্পী আক্তার (২৯)।
অভিযানে ৭১ কেজি গাঁজা, এক হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও এক হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। গ্রেফতারদের তল্লাশি চালিয়ে নগদ ১২ হাজার ৮০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এর আগে সোমবার (২৫ এপ্রিল) দিনগত রাতে অপর একটি অভিযানে সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার হন দুজন। তাদের কাছ থেকে ২০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড