নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন ইমরান মাতুব্বর ও পারভেজ ইসলাম নামে দুজন।
শুক্রবার (২২ এপ্রিল) কোতয়ালী থানার জিন্দাবাহার পার্কের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এরপর তাদের কাছ থেকে ৪৫ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতাররা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে কোতায়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড