নিজস্ব প্রতিবেদক
কল্যাণমুখী সংগঠন আগারগাঁও নিউ কলোনী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২৯ জানুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনি তোড়জোর আর ভোটারদের আনন্দ উৎসব। ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রার্থীরাও ব্যস্ত। এদিকে জনমত জরিপে এগিয়ে আছে আজাদ-টিপু পরিষদ।
ভোটাররা জানিয়েছেন, নির্বাচনে জনমতের শীর্ষে রয়েছে আজাদ-টিপু পরিষদ। ভোটারদের বড় একটি অংশ সক্রিয়ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন আজাদ-টিপু পরিষদের পক্ষে। ভোটও চাচ্ছেন তারা।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সামস বলেন, আজাদ-টিপু পরিষদের সকল প্রার্থী বিনয়ী। তারা তাদের ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, আজাদ-টিপু পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন একেএম আজাদ হোসেন, সহ-সভাপতি পদে মো. ফেরদাউস আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে আবু হানিফ টিপু।
এ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে মো. মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. রেজাউল করিম, অর্থ সম্পাদক পদে মো. ইবাদাত হোসেন, দফতর সম্পাদক পদে মো. ইলিয়াস আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আসলাম হোসেন মোড়ল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোখলেসুর রহমান, মহিলা সম্পাদক পদে মরিয়ম ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মো. আব্দুর রহমান।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- মো. মাসুদুল ইসলাম, মো. সৈয়দ মাহাতাব হোসেন, মো. শরীফ সেখ, মো. নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. এমদাদুল ইসলাম, মো. আশরেন নাজুম সোহাগ এবং মো. এনায়েত হোসেন।
এদিকে আজাদ-টিপু পরিষদের প্রার্থীরা জানান, কলোনীর বাসিন্দাদের কল্যাণে কাজ করে যাবেন তারা। সমিতির সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড