• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল সড়কে ‘ব্যাঙ্গচিত্র’ প্রদর্শন করবে শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫
শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি: সংগৃহীত)

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে রবিবার (৫ ডিসেম্বর) ‘ব্যাঙ্গচিত্র’ প্রদর্শন করবেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা পরবর্তী কর্মসূচি হিসেবে রোববার ব্যাঙ্গচিত্র প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।

খিলগাঁও সরকারি মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের আন্দোলনকে ধুলিসাৎ করতে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। আমার পরিচয় ও ছবি নিয়েও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমরা বলতে চাই ১১ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে রবিবার ১২টায় ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা হবে। এ কর্মসূচিতে আমাদের সাথে অভিভাবকরাও থাকবেন।

আরও পড়ুন: সড়কে অব্যবস্থাপনা: লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রাইসুল বলেন, আমরা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের আন্দোলন কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে না। কিন্তু একটা মহল উঠেপড়ে লেগেছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য। যতদিন পর্যন্ত আমাদের ১১ দফা দাবি মেনে না নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড