• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ : মারা গেলেন শেলাফীও

  নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২১, ১০:৪৮
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ফাইল ছবি)

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের শেষ জনও মারা গেছে। মেয়ে, জামাতা আর নাতির পর এবার মারা গেলেন মা শেফালী রাণী বাড়ৈ (৬০)।

সোমবার (২৯ নভেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের এই চতুর্থ সদস্য।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন শেফালী রাণীর শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মেয়ে প্রিয়াংকা বাড়ৈ (৩২), জামাতা সুধাংশু বৌদ্ধ (৩৬) ও নাতি অরূপ বৌদ্ধ (৫)।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। এরপর দগ্ধ চারজনকে সেদিন সকাল ৯টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড