• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রামপুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় চালক আটক

  নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২১, ০৯:২৮
বাসচাপায়
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন (ছবি : সংগৃহীত)

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দীন ইসলাম দুর্জয় নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) রাতে ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করে পুলিশ। সেসঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুরা বাজারের সামনে বাসের হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মাইনুদ্দিনকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই বাসের হেলপার। এরপর চলন্ত বাস, তার মাথার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মাইনুদ্দিনের মৃত্যু হয়।

এরপর বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

জানা গেছে, নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকায় থাকতেন তিনি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড