• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বায়তুল মোকাররম এলাকায় মিছিলে সংঘর্ষ

  নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২১, ১৭:৪৪
সংঘর্ষ
বাধার মুখে পুলিশের সাথে সংঘর্ষ (ছবি: সংগৃহীত)

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয়। ওই মিছিল কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে কয়েকশ লোক এই বিক্ষোভ মিছিলে সমাবেত হন।

পরে মিছিলকারীদের একটি অংশ পুলিশের ওপর ঢিল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। সেখান থেকে একজনকে ধরে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কুমিল্লার ঘটনা পরিকল্পিত: রিজভী

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ সংবাদ মাধ্যমকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড