• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হানিফ ফ্লাইওভারে ডিপিডিসির গাড়িচালকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৩
হানিফ ফ্লাইওভার
হানিফ ফ্লাইওভার (ফাইল ফটো)

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে জয়নাল আবেদীন (৫৫) মজুমদার নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গাড়িচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে জয়নাল মারা যান। বাকি ৪ জন চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন- নিহত জয়নাল আবেদীনের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), আবদুল কবির আকন্দ (৫৮), মালতি রায় চৌধুরী (৫০) ও অটোরিকশাচালক মহির উদ্দিন (৩৫)।

নিহত জয়নাল আবেদীনের ছেলে মো. জহিরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার খিলগাঁও জোন ডিপিডিসির কর্মচারীদের নির্বাচন ছিল। তার বাবা ডিপিডিসির গাড়িচালক ছিলেন। দুপুরে জয়নাল ভোট দেওয়ার পর সিএনজিচালিত অটোরিকশায় তারা জুরাইন যাচ্ছিলেন। এ সময় হানিফ ফ্লাইওভারের উপরে মৌমিতা পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে তারা সবাই আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা যান। বাকিরা ঢামেকে চিকিৎসাধীন।

জহিরুল আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। বর্তমানে তারা জুরাইন এলাকায় থাকতেন। জয়নাল ডিপিডিসির গাড়িচালক হিসেবে পোস্তগোলায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সংসদে মেরিটাইম অঞ্চল বিল উত্থাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল নামে একজন মারা যান। বাকিরা ঢামেকে চিকিৎসাধীন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড