• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উচ্ছেদের আগে নোটিশ নয়: মেয়র

  নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১
মেয়র আতিকুল ইসলাম
মেয়র আতিকুল ইসলাম (ফাইল ফটো)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দখলদারদের উচ্ছেদ ও অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিশ দেওয়া হবে না।

তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনও অবৈধ দখলদার ছাড় পাবে না।

সোমবার (১৩ সেপ্টেম্বর) গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন এ্যাসফল্ট প্ল্যান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে বেদখল হওয়া জমি উদ্ধার করা হবে। গাবতলী হাটের পিছনের দিকের অংশে আমারা ওয়াল নির্মাণ করেছি। কিছু কিছু জায়গায় পকেট গেট রয়েছে‑ এগুলোসহ পূর্ব দিকের কিছু অংশে দখল হয়েছে। আমরা এগুলো উদ্ধার করবো। কোন দখলদার ছাড় পাবে না। দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিশ দেওয়া হবে না।

আতিকুল ইসলাম বলেন, এখানে ওয়াসার ৫৪ একর জমি অধিগ্রহণ করা আছে। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে সরকার টাকাও দিয়েছে। কিন্তু এই জায়গা দখলদাররা দখল করে রেখেছে। যে যার মতো করে দখল করে রেখেছে, কাজ করতে গেলেই বাধা আসে। তবে আমাদের কাজ শুরু হয়েছে। দখলদাররা কেউ ছাড় পাবে না, কেউ নোটিশও পাবে না‑ অভিযানের মাধ্যমে এগুলো উচ্ছেদ করা হবে।

আরও পড়ুন: দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

অভিযানে স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড