• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 

  নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 
মোটরসাইকেল দুর্ঘটনা (ফাইল ছবি)

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি ঘটেছে। নিহতদের বয়স আনুমানিক ২৩ ও ৩৫ বছর।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে পাঁচটার দিকে তাদের মৃত বলে ঘোষণা করেন।

এরই মধ্যে বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি জানান, রাজধানী সুপার মার্কেট সংলগ্ন হানিফ ফ্লাইওভার থেকে নেমে ইউটার্ন নেওয়ার সময় যুবকদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী দুইজনই ছিটকে পড়ে গুরুতর রকমের আহত হন। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

আরও পড়ুন : ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওয়ারী থানা এলাকা থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়ের দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড