নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউনের মাঝে রাইড শেয়ারিং অ্যাপ সার্ভিস চালুর দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে মোটরসাইকেল চালকরা।
বুধবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ও খিলক্ষেতে মোটরসাইকেল চালকরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বিক্ষোভকারী মোটরসাইকেল চালকরা জানান, সরকারকে দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু করতে হবে। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের একমাত্র আয়ের উৎস রাইড শেয়ারিং সার্ভিস। সেটি বন্ধ করে দেওয়ায় আমরা এখন বেকার। রাস্তায় যাত্রী নিয়ে বের হলে পুলিশ মামলা দেয়। দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু এবং অহেতুক মামলা বন্ধ করতে আমরা সরকারের কাছে আবেদন করছি।
আরও পড়ুন : রাজধানীর সড়কে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বিক্ষোভের বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দীন বলেন, সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মোটরসাইকেল চালকরা বিক্ষোভ র্যালি নিয়ে শান্তিনগরে এসে রাস্তা অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা মগবাজার এলাকায় অবস্থান করছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড