নিজস্ব প্রতিবেদক
দ্রুতগামী লরির ধাক্কায় রাজধানীতে মোহাম্মদ কিবরিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তারা উত্তরার বালুর মাঠ এলাকায় থাকেন। তার দুই ছেলে, এক মেয়ে রয়েছে।
নিহতের বাবা মো. শহিদ মিয়া জানান, কিবরিয়া বিমানবন্দর এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। রাতে সে মোটরসাইকেলে করে ফিরছিল। ওই সময় বিমানবন্দর ভিআইপি গেট এলাকায় একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে সে। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : মতিঝিলে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড