নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো- সফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩৮), ইমন (২৩), সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও আল আমিন (১৯)।
মেজর শাহরিয়ার জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১০ এর একটি দল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া ও পল্টন থানার গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে চোরাই মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের কাছ থেকে একটি মনিটর, একটি সিপিইউ, একটি মাউস, ছয়টি ক্যাবল, একটি এডাপ্টার, সাতটি মোবাইলের আইএমইআই (IMEI) পরিবর্তনের সফটওয়্যার, ২০টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন : চুড়িহাট্টা ট্র্যাজেডি : লাশের মিছিলের দুই বছর
তিনি জানান, গ্রেপ্তার ছয়জন চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সফটওয়্যার দিয়ে কৌশলে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরির্বতন করে আসছিলেন। এর মাধ্যমে বিভিন্ন অপরাধীদের অপরাধ করায় সহায়তাও করে আসছিলেন তারা।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড