নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে চোরাই ফোনসহ মো. সুমন (৩৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুটি চোরাই ফোনসহ উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দীন জানান, বুধবার উত্তরা পূর্ব থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ।
আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় সড়কে ঝরল পরিচ্ছন্নতাকর্মীর প্রাণ
একপর্যায়ে উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সুমনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড