নিজস্ব প্রতিবেদক
মহিষের সিংয়ের আঘাতে রাজধানীর শাহ আলী মাজার এলাকায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী মাজারের দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহ-আলী মাজারের দুই নম্বর গেটে মহিষের শিংয়ের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হলে মাজারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
আরও পড়ুন : রাজধানীতে ইয়াবাসহ আটক ১
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। লোকটি মাজারে থাকতেন। লাশের গায়ে তেমন কোনো চিহ্ন নেই। শুধুমাত্র বাম হাঁটুতে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড