অধিকার ডেস্ক
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকার রাস্তার পাশ থেকে পাঁচ মাস বয়সী একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, খবর পেয়ে রাতে আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের পশ্চিম পাশের ফ্লাইওভারের খুঁটির পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে কেউ মৃত অবস্থায় শিশুটির মরদেহ ফ্লাইওভারের নিচে ফেলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। কে বা কারা ফেলে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ওড
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড