অধিকার ডেস্ক
রাজধানীর হাতিরপুলের অভিজাত বিপণি বিতান মোতালিব প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মোতালিব প্লাজার পঞ্চমতলায় একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। ওই দোকানের সামান্য কিছু জিনিসপত্র পুড়েছে, অন্য কোনো দোকানে ছড়ায়নি।
তবে কীভাবে সেখানে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড