নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাফরুল এলাকায় চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে আট প্রতারককে আটক করা হয়েছে। এছাড়াও চাকরিপ্রার্থী ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (জানুয়ারি ১৪) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- কামরুজ্জামান (৪৫), রিয়াজ হোসেন (৩৫), রবিন মিয়া (২১), জামসেদ খান (১৯), শাহরিয়ার শেখ (২১), রিয়াদুল ইসলাম (১৮), কামরুজ্জামান (১৭) ও মাহমুদুল আলম (২০)।
এএসপি জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টায় কাফরুল থানার ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামে একটি কোম্পানিতে র্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে ৮ প্রতারককে আটক করা হয়।
আরও পড়ুন : এক দিনে করোনা শনাক্ত ৮১৩, মৃত্যু ১৬
এ সময় প্রতারকদের কাছ থেকে ১০০টি চাকরির নিয়োগ ফরম, দুটি রেজিস্টার, একটি ল্যাপটপ, দুটি ফরম বই, দুটি সিল, ৩০০টি ভিজিটিং কার্ড, ১৪টি মোবাইল ও ১৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। এছাড়াও চাকরিপ্রার্থী ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড