নিজস্ব প্রতিবেদক
প্রথম বলে ডট, দ্বিতীয় বলে প্রায় ছক্কা আর তৃতীয় বলে বোল্ড ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর রূপনগর খাল পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র।
পরিদর্শনের এক পর্যায়ে রূপনগর আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে শিশুদের ক্রিকেট খেলতে দেখে হঠাৎ করে অংশ নেন মেয়র আতিক।
ব্যাটিংয়ে প্রথম বলটি মিস করেন মেয়র আতিক, ডট বল। দ্বিতীয় বলে উড়িয়ে মারওে পাশে থাকা ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনের বুকে লেগে আর বেশি দূর এগোতে পারেনি সেটি। বলে বেশ গতি ছিল। জনসংযোগ কর্মকর্তার বুকে না লাগলে সীমানা পেরিয়ে ছক্কা হতে পারতো সেটি। তবে এরপরের বলেই বোল্ড আউট হন মেয়র আতিক। এই আউটে আনন্দ পায়নি খোদ বোলারও।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান কাদের মির্জা
পরে এলাকার এক শিশু আলী আরসালান খান মেয়রের সঙ্গে ক্রিকেট খেলার বায়না ধরে। মেয়রও বেশ খাতির করে নিয়ে আসেন ওই ক্ষুদে ক্রিকেটারকে। এরপর নিজেই ব্যাট ধরিয়ে ওই শিশুকে ব্যাট করান।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড