অধিকার ডেস্ক
রাজধানীতে ট্রাকচাপায় ইজদাদুল হক (৩২) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। ইজদাজুল হকের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তার বাবার নাম আবদুল মতিন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে শ্যামলীর ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাত ১১টার দিকে একটি ট্রাকটি শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাইক আরোহী ইজদাদুলের শরীর থেঁতলে যায়।
প্রথমে রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড