অধিকার ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থেকে নয় হাজার ৭৮৬ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, মো. আবু বক্কর সিদ্দিক (৩০) ও মো. সবুজ হাসান (১৮)।
এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৪টায় র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীতে অভিযান চালায়। এসময় নয় হাজার ৭৮৬ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করে। তাদের কাছ থেকে একটি লরী ট্রাক, দুটি মোবাইল ও এক হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড