• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খিলগাঁওয়ে দুই বেকারিকে জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২০, ২০:০৯
বাবার দোয়া বেকারি
বাবার দোয়া বেকারি (ছবি: সংগৃহীত)

রান্নাঘর ও ফ্রিজে খাবার সংরক্ষণে অব্যবস্থাপনা এবং ক্রয়-বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় রাজধানীর খিলগাঁওয়ে দুই বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) খিলগাঁও গোড়ানবাজার এলাকার বাবার দোয়া বেকারি ও মায়ের দোয়া বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম।

বিএফএসএ’র কর্মকর্তারা জানান, মঙ্গলবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে খিলগাঁও গোড়ানবাজার এলাকার বাবার দোয়া বেকারি ও মায়ের দোয়া বেকারিদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বেকারি দুটিতে খাদ্যপণ্য উৎপাদনে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা দেখা যায়।

প্রতিষ্ঠান দুটি খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের সংশ্লিষ্ট চালান এবং যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর অনুযায়ী প্রত্যেক বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড