• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহাখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

১৯ অক্টোবর ২০২০, ২০:০৬
রাজধানী
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নুর-আলম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নুর-আলম কুড়িগ্রাম সদর চেয়ারম্যান বাড়ি এলাকায় কাদের আলীর ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহাখালী ডিওএইচএস এলাকায় এ ঘটনা ঘটে।

নুর আলমের সহকর্মী সৈয়দ আলী জানান, তারা মহাখালী কালাশাহ মাজার সংলগ্ন নির্মাণাধীন ১৪তলা ভবনে কাজ করছিল। দুপুরে ভবনের সাততলা ভবনে কাজ করছিল। মেশিনের সাহায্যে ইট উপরে তুলছিল নুরআলম। সাততলায় অবস্থায়রত নুর-আলম মেশিন থেকে ইট নামাতে গিয়ে পড়ে যান।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। নুর-আলম নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতালর পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড