• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীতে দুই পক্ষের সংঘর্ষ

  অধিকার ডেস্ক

১৪ অক্টোবর ২০২০, ১৬:১২
সংঘর্ষ
মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীতে দুই পক্ষের সংঘর্ষ (প্রতীকী ছবি)

রাজধানীর ভাটারা এলাকায় আল মাদরাসাতুল মঈনুল ইসলামের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তাবলিগ জামাতের বিবদমান সাদ কান্ধলভী সমর্থক ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর মাদরাসাটির দখল নিয়ে সাদপন্থি ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ চলে আসছিল। সর্বশেষ মাদরাসার নিয়ন্ত্রণ ছিল জুবায়েরপন্থিদের কাছে। এরই জেরে মঙ্গলবার রাত ৮টার পর সাদপন্থি শতাধিক ব্যক্তি মাদরাসাটির নিয়ন্ত্রণ নিতে যায়। পরে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় এক পক্ষ বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একই সাথে অপর পক্ষ মাদরাসা প্রাঙ্গণ থেকে তা প্রতিরোধ করে ইটপাটকেল ছুড়তে থাকে।

আরও পড়ুন : মায়ের সহযোগিতায় তিন ছেলের হাতে খুন হলেন বাবা!

বিষয়টি নিশ্চিত করে পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড