• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালালে সাড়ে ১৫ কেজি ইয়াবা তৈরির উপাদান জব্দ

  নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৭
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ফটো)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি পণ্যের কার্টন তল্লাশি চালিয়ে ১৫ কেজি ৬৫৮ গ্রাম এমফিটামিন মাদকদ্রব‌্য জব্দ করেছে ঢাকা কাস্টমস। এমফিটামিন মূলত ইয়াবা তৈরির উপাদান।

বুধবার রাতে সিভিল এভিয়েশনের সহযোগিতায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ছয় জনকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বলেন, সিভিল এভিয়েশনের সহযোগিতায় এসব মাদক জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, জব্দ করা মাদকদ্রব‌্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে। বুধবার রাতে বিমানবন্দরে তল্লাশি চালিয়ে কার্গো চালান থেকে ৩৪০টি কার্টনের মধ্যে সাতটি কার্টনে প্রায় ১৫ কেজি ৬৫৮ গ্রাম এমফিটামিন মাদকদ্রব‌্য পাওয়া যায়। পরে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এটি মাদকদ্রব‌্য। জব্দ করা মাদকদ্রব্যের কার্টনগুলো কেরানীগঞ্জের নেপচুন ফ্রেইট লিমিটেড নামের একটি কোম্পানির। কোম্পানির মালিকের নাম রুবেল হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড