• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুরে বিকট শব্দে বিস্ফোরণ

  নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২০, ০৯:০৭
রাজধানীর মিরপুর
রাজধানীর মিরপুর (ছবি: সংগৃহীত)

রাজধানীর মিরপুরে সড়কের পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণ কীভাবে হলো সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

তারা বলছে, জর্দ্দার কৌটায় ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, মিরপুর-২ এর এফ ব্লকে রাস্তার পাশে ফাঁকা জায়গায় একটি বিস্ফোরণ হয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখেছি।

‘যেখানে কেবল বস্তুটি পড়ছে; সেটি দেখা গেছে। কারা ফেলছে তা বোঝা যাচ্ছিল না। এই এলাকার অন্যান্য ফুটেজ চেক করলে হয়তো আরও কিছু বিষয় পরিষ্কার হওয়া যাবে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো টেপে মোড়ানো একটি কৌটা বিকট শব্দে বিস্ফোরণ হয়। আশপাশের মানুষ এতে হতচকিত হয়ে পড়ে। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে।

আরও পড়ুন : আবরার হত্যার অভিযোগ গঠনের শুনানি ২ ...

এর আগে গত ২৯ জুলাই তিনজনকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নেয় পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা ওজন মাপার যন্ত্র বিস্ফোরিত হয়। এতে চারটি বোমা ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড