• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাসা থেকে ডেকে নিয়ে আবাসন ব্যবসায়ীকে হত্যা

  অধিকার ডেস্ক

০৭ আগস্ট ২০২০, ১৪:১৭
নিহত আবুল খায়ের
নিহত আবুল খায়ের (ছবি : সংগৃহীত)

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের একটি নির্মানাধীন বাড়ি থেকে আবুল খায়ের নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সজীব বিল্ডার্স নামে গৃহ নির্মানকারী প্রতিষ্ঠানের মালিক।

পারিবারিক সূত্র জানায়, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর রোডের ৬৯২, জালাল গার্ডেন নামে একটি অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে বসবাস করতেন। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার স্ত্রী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। সকালে তার লাশ মিলে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের একটি নির্মাণাধীন বাড়িতে। ভাটারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত আবুল খায়েরের বাড়ি নোয়াখালীর সুবর্নচর উপজেলায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারী বাবলু সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড