• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অচেতন করে লুট করত ওরা

  নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২০, ১২:৪১
অজ্ঞান পার্টির ৮ সদস্য
অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেপ্তার (ছবি: সংগৃহীত)

রাজধানীতে অজ্ঞান পার্টির ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে শতাধিক চেতনানাশক বড়ি, চারটি স্প্রে বোতল, মলমের কৌটা ও মরিচের গুঁড়া জব্দ করা হয়। মানুষকে অচেতন করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিতো এ চক্রটি।

সোমবার রাতে লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসুউদ তাদের গ্রেপ্তাদের বিষয়টি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রানা শিকদার (২৪), জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), আলী হোসেন (৪২), সোহেল (২৬), জহুরুল (২৪) ও হেলাল (২৭)।

আরও পড়ুন : ওমান থেকে দেশে ফিরলেন ৩৯৬ বাংলাদেশি

উপ-কমিশনার রাজীব বলেন, রানা সিকদারের নেতৃত্বে এরা ধোলাইখাল এলাকার পশুর হাটে বেপারি ও ক্রেতাদের কৌশলে অচেতন করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমাবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড