• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউনের প্রথম দিনে ওয়ারীতে ৬ জনকে জরিমানা

  অধিকার ডেস্ক

০৫ জুলাই ২০২০, ১২:১৫
লকডাউন
লকডাউন (ছবি :সংগৃহীত)

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে রয়েছে ওয়ারী এলাকার ৬ জন, যারা লকডাউনেও মাস্ক না পরে ঘোরাঘুরি করছিলেন।

শনিবার দিনব্যাপী ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। রোববার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

করোনার সংক্রমণ বেশি হওয়ায় ৪ জুলাই থেকে লকডাউন চলছে ওয়ারীর বিভিন্ন এলাকায়।

এক প্রেস বার্তায় ডিএমপি জানায়, মতিঝিল বিভাগে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যক্তিকে ৪০০ টাকা, ওয়ারী বিভাগে ৬ জন ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও গুলশানে বিভাগে ৫টি দোকান ও ১৫ জন ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড