• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

  নিজস্ব প্রতিবেদক

০৬ জুন ২০২০, ১২:৫৩
বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ছবি : সংগৃহীত)

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে রাজধানীবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে এই চিরুনি অভিযান শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

সকালে অঞ্চল-৪-এর (মিরপুর-১০) ১৬ নম্বর ওয়ার্ড ইব্রাহীমপুর পুল পাড়, ১২ নম্বর ওয়ার্ড কলাওলা পাড়া, ১৪ নম্বর ওয়ার্ডসহ ৭টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলররা।

এ ব্যাপারে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মোল্লা বলেন, আজ থেকে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্ন কর্মীরা ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেঙ্গু মশার জন্মস্থল ও লার্ভা ধ্বংস করবে।

ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির সব ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এ অভিযান চলছে। ১০ দিনব্যাপী এ অভিযান শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড