• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউনাইটেডে আগুন : নিহত ৫ জনই আইসোলেশন ইউনিটে ছিলেন

  অধিকার ডেস্ক

২৭ মে ২০২০, ২৩:৫৭
ইউনাইটেড হাসপাতালে আগুন (ছবি : সংগৃহীত)
ইউনাইটেড হাসপাতালে আগুন (ছবি : সংগৃহীত)

রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পাঁচ জনই করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের সামনে করোনা রোগীদের জন্য তৈরি আলাদা তাবুতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মো. রায়হান জানান, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন পাঁচ জন মারা গেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাবু তৈরি করে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে পাঁচ জন চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে তারা মারা গেছেন। এর বাইরে আর কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড